Unique Business: দেশ জুড়ে কিংবা রাজ্য জুড়ে চাকরি পাওয়া বর্তমানে মোটেও সহজ নয়। তার ওপরে রয়েছে চাকরি পাওয়ার জন্য বিভিন্ন রকম সীমাবদ্ধতা যেমন, উচ্চ শিক্ষাগত যোগ্যতা, নির্দিষ্ট বয়সসীমা ইত্যাদি আরো অনেক কিছু। এছাড়াও অনেক পড়াশোনা করার পরেও অনেকেই পাচ্ছেন না তাদের মনমত চাকরির সুযোগ।
হয়তো কোথাও ভ্যকেন্সি নেই, না হলে ভালোভাবে ইন্টারভিউ দিয়ে আসার পরেও পাওয়া যাচ্ছে না চাকরি। অনেক সময় চাকরির ইন্টারভিউ ক্লিয়ার হয়ে গেলেও চাকরির অফার লেটার হাতে পেয়ে কাজে যোগদান করতে লেগে যাচ্ছে অনেকটা সময়।
এর ফলে দিনে দিনে দেশ জুড়ে বাড়ছে বেকারত্বের হার। মিলছে না সঠিক যোগ্যতায় মন মত চাকরির সুযোগ। সংসারে টানাটানি রয়েছে দেশের বেশিরভাগ মানুষেরই। আমাদের মধ্যবিত্ত সমাজে একটা বয়সের পর চাকরি না করে বেকার বসে থাকার গ্লানি অনেকটাই। এমন অবস্থায় কী করবেন ভেবে পাচ্ছেন না? তবে আজ আপনার জন্যই এক দারুণ সুখবর নিয়ে চলে এসেছি এই প্রতিবেদনে।
অন্যের অধীনে থেকে আর করতে হবে না চাকরি। নিজেই এবার কম খরচে বা অল্প বিনিয়োগের মাধ্যমে শুরু করে ফেলতে পারবেন নিজের দুর্দান্ত এক ব্যবসা। হ্যাঁ, এই ব্যবসা শুরু করে আপনি পেয়ে যেতে পারেন মাসে ৪০ থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত। ভাবছেন তো, এ আবার কোন ব্যবসা? তাহলে আসুন সম্পূর্ণ বিস্তারিত ভাবে এই বিজনেস আইডিয়ার সম্পর্কে জেনে নেওয়া যাক।
অল্প বিনিয়োগের মাধ্যমে মাটির ভাঁড় বিক্রি করার ব্যবসা সহজেই শুরু করতে পারবেন। এই ব্যবসা শুরু করার জন্য শুরুতে প্রথমে মাত্র আট হাজার টাকা বিনিয়োগ করতে হবে।
কোন কোন উপায়ে এই ব্যবসা করা যেতে পারে?
সাধারণত দুটি উপায়ে শুরু করে ফেলতে পারবেন এই ব্যবসাটি।
১) মাটির ভাঁড় তৈরি করা, অথবা
২) ভাঁড় না বানিয়ে এক দোকান থেকে অন্য দোকানে কেন বেচা।
কীভাবে শুরু করবেন এই ব্যবসা?
প্রথম উপায়ে আপনি মাটির ভাঁড় তৈরি করার বিভিন্ন রকম ভিডিও দেখে শিখে নিয়ে তা সহজেই বানিয়ে বিক্রি করতে পারেন। দ্বিতীয় উপায়টি আরও সোজা। আপনাকে কোনরকম নিয়ম নীতি শিখতে হবে না। শুধুমাত্র এক দোকান থেকে অন্য দোকানে ভাঁড় বিক্রয় করে সহজেই আপনি রোজগার করে নিতে পারবেন মোটা অংকের টাকা। এর জন্য দরকার হবে না খুব বেশি পুঁজির কিংবা কোন বিশাল জায়গার।
যারা ভাঁড় তৈরি করে থাকেন, তারা সাধারণত ৭০ পয়সা থেকে ৮০ পয়সার মধ্যেই হোলসেল মূল্যে বিক্রি করে থাকেন মাটির ভাঁড়। এই হিসাব অনুসারে আপনি যদি দশ হাজারটি ভাঁড় কিনে ফেলেন তাহলে আপনাকে বিনিয়োগ করতে হবে মাত্র ৮০০০ টাকা।
এরপরে সেই ভাঁড় কোন চায়ের দোকানে আপনি বিক্রি করে দিতে পারবেন ভাঁড় প্রতি দুই টাকার বিনিময়। এই হিসাবে ১০ টি ভাড় বিক্রি করতে পারলে আপনি পেয়ে যাবেন ১২ টাকা লাভ। এইভাবে প্রচুর পরিমাণে ভাঁড় বিক্রি করে সহজেই আপনি রোজগার করে ফেলতে পারবেন ৪০ হাজার থেকে ৫০ হাজার টাকা।
তবে রেলস্টেশন বা গঙ্গার ঘাট এর কাছাকাছি যে চায়ের দোকানগুলিতে প্রচুর পরিমাণে সারা দিনে চা বিক্রি হয়ে থাকে সেইসব দোকানগুলি বেছে নিয়ে আপনাকে মাটির ভাঁড় গুলি বিক্রি করতে হবে। তবেই আপনি সহজে প্রচুর পরিমাণে ভাঁড় বিক্রি করতে সক্ষম হবেন।