BARC JRF Recruitment 2025: ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার ১০৫টি শূন্যপদে নোটিফিকেশন প্রকাশ করেছে। অনলাইনে আবেদন জানাতে হবে আপনাদের। যারা গবেষণা করছেন কোনো বিষয় নিয়ে বা পড়াশোনা করছেন তাদের জন্য দারুণ কাজের ক্ষেত্র তৈরি হবে।
ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টারে যে নোটিফিকেশনটি বের হয়েছে তোমরা একটু চেক করে নাও। এর বিস্তারিত জানতে এই প্রতিবেদনটি ভালো করে পড়। তারপর জেনে বুঝে আবেদন কর।
নিয়োগকারী সংস্থা: ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার, মুম্বাই (BARC)।
পদের নাম
১. জুনিয়র রিসার্চ ফেলোশিপস।
শূন্য়পদ
মোট ১০৫টি শূন্যপদের কথা বলা হয়েছে বিজ্ঞপ্তিটিতে। অর্থাৎ এতগুলি শূন্যপদের ভিত্তিতেই নিয়োগ হবে।
Read More: গ্রাজুয়েট পাশে আহমেদাবাদ ডিস্ট্রিক্ট কো-অপারেটিভ ব্যাঙ্কে লোক নিয়োগ! অফলাইনে আবেদন কর।
শিক্ষাগত যোগ্যতা কেমন?
মুম্বাইয়ের এই ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টারটিতে চাকরী প্রার্থীর যোগ্যতা বলা হয়েছে, বিএসসি, এমএসসি, এমএস, বিএস প্রভৃতি ডিগ্রী থাকতে হবে যে কোন স্বীকৃত ইউনিভার্সিটি বা তুল্যমূলক কোন সংস্থা থেকে যার স্বীকৃতি আছে।
বয়সসীমা (BARC JRF Recruitment 2025)
01/08/2025 অনুযায়ী ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টারের চাকরী করতে গেলে প্রার্থীর বয়স হতে হবে সর্বোচ্চ ২৮ বছর।
বয়সের ছাড়: OBC প্রার্থীরা বয়সে ৩ বছর, SC/ST প্রার্থীরা বয়সে ৫ বছর এবং PwBD প্রার্থীরা বয়সে ১০ বছর পর্যন্ত বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।
মাসিক বেতন
জুনিয়র রিসার্চ ফেলোশিপ পদের বেতন কত পাবেন নোটিফিকেশনে দেখে নিন।
আবেদন ফি (BARC JRF Recruitment 2025)
Category | Fee |
All Candidates | 500/- |
For Women and SC/ST and PwBD | কোন ফি লাগবে না (No Fee) |
আবেদন পদ্ধতি কেমন রয়েছে?
BARC এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। যাওয়ার পর Recruitment পেজটি খুলে দেখুন জুনিয়ার রিসার্চ ফেলোশিপ পদটির নোটিফিকেশন বের হয়েছে। আবেদনপত্র পূরণের সময় নিজের কাছে সমস্ত ডকুমেন্টস, পার্সোনাল ডিটেলস সমস্ত কিছু নিয়ে রাখবেন। সমস্ত শিক্ষাগত যোগ্যতার তথ্যগুলি পূরণ করতে হবে এবং প্রফেশনাল যোগ্যতাগুলিও পূরণ করতে হবে। যদি কেউ এখানে যা যোগ্যতা বলা হয়েছে সেই বিষয়ে এখনও পড়াশোনা করছেন তাও আবেদনপত্রে লিখে দেবেন সেটা। নিজের একটা বৈধ মেল আইডি এবং মোবাইল নম্বর সবসময় দেবেন যাতে যোগাযোগের ক্ষেত্রে সুবিধা হয়। প্রার্থী তার বর্তমান সময়ের ফটো এবং সিগনেচার আপলোড করবেন। সমস্ত কিছু সাবমিট করে দেওয়ার পর একটা প্রিন্ট আউট নিয়ে রাখবেন ভবিষ্যতের জন্য।
নিয়োগ পদ্ধতি
- অ্যাকাডেমিতে পাওয়া নম্বর, পরীক্ষার নম্বর প্রভৃতি ভালো করে দেখার পর শর্টলিস্ট প্রার্থীদের ইন্টারভিউয়ে ডাকা হবে।
- অর্থাৎ ফাইনাল সিলেকশন পদ্ধতি ইন্টারভিউয়ের মাধ্যমে শেষ হবে এবং সিলেকশন কমিটির চূড়ান্ত ডিসিশনেই ফাইনাল নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট হবে।
গুরুত্বপূর্ণ তারিখ
অনলাইনে আবেদনের শুরুর তারিখ | 28/04/2025 |
শেষের তারিখ | 19/05/2025 |
ইন্টারভিউয়ের সম্ভাবনার তারিখ | June-July 2025 |
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
BARC JRF Recruitment 2025: Download Here
অনলাইনে আবেদন করুন: Click Here
অফিসিয়াল ওয়েবসাইট: Click