BPNL Recruitment 2025: ভারতীয় পশুপালন নিগম লিমিটেড বিভিন্ন শূন্যপদের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিভিন্ন রাজ্য অনুযায়ী বিভিন্ন শূন্য়পদ প্রকাশ করেছে সংস্থা। তোমরা ভারতীয় পশুপালন নিগম লিমিটেডের ওয়েবসাইটে গিয়ে নোটিফিকেশনটি দেখে নাও।
পশুপালন নিগম লিমিটেডে কি কি যোগ্যতায় নিয়োগ হচ্ছে, প্রতিটি পদে বেতন কত হবে? আবেদন প্রণালী সবই তোমাদের জন্য বিস্তারিতভাবে বলেছি এই প্রতিবেদনে। প্রতিবেদনটি মন দিয়ে পড়। আশা করি প্রতিবেদনটি পড়ে তোমরা নিজেদের জিজ্ঞাসা অনুযায়ী সব বিষয়ে অবগত হতে পারবে।
নিয়োগকারী সংস্থা: ভারতীয় পশুপালন নিগম লিমিটেড(BPNL)।
পদের নাম
- Chief Project Officer
- District Extension Officer
- Tehsil Development Officer
- Panchayat Pashu Sevak
শূন্যপদ (BPNL Recruitment 2025)
পদের নাম | শূন্যপদের বিবরণ |
Chief Project Officer | 44 টি |
District Extension Officer | 440 টি |
Tehsil Development Officer | 2,121 টি |
Panchayat Pashu Sevak | 10,376 টি |
শিক্ষাগত যোগ্যতা কি কি চাইছে?
পদের নাম | যোগ্যতা |
Chief Project Officer | CA, CS, Master Degree, MV.Sc, MBA, ME/M.Tech, M.Sc |
District Extension Officer | Graduation Degree |
Tehsil Development Officer | 12th Passed |
Panchayat Pashu Sevak | 10th Passed |
এই পদের জন্য বয়সসীমা কত?
পদের নাম | বয়স |
Chief Project Officer | 40-65 বছর। |
District Extension Officer | 25-40 বছর। |
Tehsil Development Officer | 21-40 বছর পর্যন্ত। |
Panchayat Pashu Sevak | 18-40 বছর বয়স লাগবে। |
কতগুলি পোষ্ট আছে রাজ্যভিত্তিক দেখুন।
Name of the State | Vacancy |
Uttar Pradesh | 2177 টি। |
Madhya Pradesh | 1555 টি। |
Rajasthan | 1244 টি। |
Chhattisgarh | 933 টি। |
Bihar | 933 টি। |
Jharkhand | 622 টি। |
Haryana | 580 টি। |
Punjab | 604 টি। |
Gujarat | 933 টি। |
Maharashtra | 933 টি। |
Himachal Pradesh | 311 টি। |
Uttarakhand | 311 টি। |
Karnataka | 690 টি । |
Odisha | 637 টি। |
Andhra pradesh | 518 টি। |
আবেদন ফি (BPNL Recruitment 2025)
- Chief Project Officer: সমস্ত চাকরি প্রার্থীদের জন্য 1534/-
- District Extension Officer: সমস্ত চাকরি প্রার্থীদের জন্য 1180/-
- Tehsil Development Officer: সমস্ত চাকরি প্রার্থীদের জন্য 944/-
- Panchayat Pashu Sevak: সমস্ত চাকরি প্রার্থীদের জন্য 708/-
- পেমেন্ট প্রদান করতে হবে অনলাইন মেথডে।
বেতন কিরকম পাওয়া যাবে?
পদের নাম | বেতন (প্রতি মাসে) |
Chief Project Officer | 75,000/- মাসে বেতন। |
District Extension Officer | 50,000/- |
Tehsil Development Officer | 40,000/- বেতন পাবে। |
Panchayat Pashu Sevak | 28,500/- |
আবেদন পদ্ধতি
প্রথমে ভারতীয় পশুপালন নিগমের অফিসিয়াল ওয়েবসাইটে যাবে। BPNL এর হোম পেজে Apply Online ক্লিক করে নোটিফিকেশনটি দেখে নেবে। পঞ্চায়েত পশু সেবক পদের আবেদনের কি যোগ্যতা লাগছে দেখতে হবে। যদি তুমি এই পদের জন্য যোগ্য হও তাহলে অনলাইনে আবেদন করতে হবে। আবেদনপত্র পূরণ হয়ে গেলে সাবমিট অপশনে ক্লিক করতে হবে। সমস্ত বিস্তারিত বিবরণ একটা পেজে তোমার সামনে খুলে যাবে। সেই পেজের একটা প্রিন্ট আউট নিয়ে রাখতে হবে।
নিয়োগ পদ্ধতি
- অনলাইন (BPNL Recruitment 2025) পরীক্ষা।
- এবং ইন্টারভিউ।
গুরুত্বপূর্ণ তারিখ
অনলাইন আবেদন শুরু: 23/04/2025
অনলাইন আবেদন শেষ: 11/05/2025
গুরুত্বপূর্ণ লিঙ্ক
BPNL Recruitment 2025: Download Here
অনলাইনে আবেদন করুন: Click Here
অফিসিয়াল ওয়েবসাইট: Click Here