EShram Card: ভারতের নাগরিকদের সময় অসময়ে বিভিন্ন ধরনের সমস্যার হাত থেকে রক্ষা করতে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার গুলির পক্ষ থেকে বিভিন্ন ধরনের ভাতা প্রকল্প চালু করা হয়েছে। এই সমস্ত প্রকল্পগুলির মাধ্যমে বর্তমানে দেশের প্রচুর মানুষ লাভবান হচ্ছেন।
এই প্রকল্পগুলির মধ্যে অন্যতম হলো কেন্দ্রীয় সরকারের ই শ্রমকার্ড। এই কার্ডের মাধ্যমে প্রতি মাসে ৩,০০০ টাকা করে ভাতা পেয়ে যান উপভোক্তারা। তাই কি শ্রমকার্ড সম্পর্কে যাবতীয় তথ্য এবং আবেদনের Status Check করার পদ্ধতি দেখে নিন আজকের প্রতিবেদন থেকে।
ভারতের বিভিন্ন শ্রমিকদের জন্য এই EShram Card টি তৈরি করা হয়েছে। বর্তমান মূল্য বৃদ্ধির সময়ে দিনানা না দিন খাওয়া শ্রমিকদের অতি অল্প রোজগারের সংসার চালানো প্রায় অসম্ভব হয়ে ওঠে। সেই কারণেই কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এই কার্ডের মাধ্যমে ভাতা প্রদান করার প্রকল্প চালু করা হয়েছে।
EShram Card আবেদন করার যোগ্যতা
১) এই প্রকল্পে একমাত্র অসংগঠিত কর্মক্ষেত্রে কাজ করা শ্রমিকেরাই আবেদন করতে পারবেন।
২) আবেদনকারীকে অবশ্যই EPFO বা ESIC র অন্তর্গত থাকা চলবে না।
৩) আবেদনকারীর বয়স হতে হবে নূন্যতম ১৬ বছর থেকে সর্বোচ্চ ৫৯ বছরের মধ্যে।
EShram Card সুবিধা
কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে দেওয়া ই শ্রমকার্ডের মাধ্যমে প্রতিমাসে তিন হাজার টাকা করে ভাতা পেয়ে যান দেশের সমস্ত শ্রমিকরা। এই প্রকল্প দেশের সমস্ত রাজ্যের প্রচলিত রয়েছে। প্রতিমাসে ভাতা দেওয়ার পাশাপাশি এই প্রকল্পের মাধ্যমে উপভোক্তারা জীবন বীমা, আপদকালীন অবস্থায় সরকারের সাহায্য, বিভিন্ন কাজের সুযোগ ইত্যাদি পাওয়া যায়।
EShram Card কীভাবে আবেদন করবেন?
ই শ্রম কার্ডের অফিসিয়াল ওয়েবসাইট eshram.gov.in এ গিয়ে অনলাইন মাধ্যমে সম্পূর্ণ সততার সঙ্গে আবেদন পত্র পূরণ করে জমা করতে হয়। এর জন্য অবশ্যই সবার আগে নিজের মোবাইল নম্বর দিয়ে OTP র সাহায্যে রেজিস্ট্রেশন করে নিতে হয়। তারপর সম্পূর্ণ আবেদন পত্রটি পূরণ করে জমা করে দিলেই ই শ্রম কার্ডে আবেদন সম্পূর্ণ হয়।
UNA কার্ডটি কীভাবে ডাউনলোড করবেন?
সম্পূর্ণ আবেদনটি পূরণ হয়ে গেলে ওই ওয়েবসাইট থেকেই হোম পেজে থাকা আপডেট অপশনটি বেছে নিন। এরপর Update E Kyc Information অপশনে ক্লিক করুন। এখান থেকে খুব সহজ পদ্ধতিতেই আপনি Download UNA Card অপশনে গিয়ে নিজের কার্ডটি ডাউনলোড করে নিতে পারবেন।
EShram Card এর Status চেক করবেন কীভাবে?
ই-শ্রম কার্ড এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে প্রথমেই নিজের মোবাইল নম্বর দিয়ে লগইন করে নিতে হবে। তারপরে সার্চ বাটনে গিয়ে নিজের সমস্ত ডিটেলস দিলে কার্ডের স্ট্যাটাস প্রদর্শিত হবে।