PM Skill India: বর্তমানে ভারত পৃথিবীর সবথেকে জনবহুল দেশ। এর পাশাপাশি ভারতে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ একসাথে ঐক্যবদ্ধভাবে বসবাস করে থাকে। স্বাভাবিকভাবেই এই দেশের সমস্যাগুলিও অন্য সমস্ত দেশের থেকে বেশ কিছুটা আলাদা। ভারতের বড় বড় সমস্যা গুলির মধ্যে অন্যতম হলো বেকারত্বের সমস্যা।
দেশের জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে তাল মিলিয়ে বেড়েছে বেকার ছেলেমেয়েদের সংখ্যাও। আসলে বর্তমানে শিক্ষিত মানুষের সংখ্যা দিনে দিনে বেড়েই চলেছে। সেই তুলনায় তৈরি হচ্ছেনা চাকরির শূন্য পদ। যার ফলে গ্রাজুয়েশনের পর বা পোস্ট গ্রেজুয়েশনের পর ভারতীয় যুবক-যুবতীদের বেশিরভাগ অংশই থেকে যাচ্ছে আনএমপ্লয়েড (Unemployed) হয়ে। এর ফলেই বৃদ্ধি পাচ্ছে বেকারত্বের সংখ্যা।
ভারতের এই গুরুত্বপূর্ণ সমস্যার সমাধানের চেষ্টায় এবার কেন্দ্রীয় সরকার। ভারতের যুবক-যুবতীদের সঠিক পরিমাণে প্রশিক্ষণ দিয়ে বিভিন্ন কাজের উপযোগী করে তোলার চেষ্টায় নিযুক্ত হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যার দরুন দেশ জুড়ে শুরু করা হয়েছে স্কিল ইন্ডিয়া প্রকল্প (PM Skill India Scheme)। এই প্রকল্পের মাধ্যমে গ্রাহকদের প্রতি মাসে আর্থিক ভাতা প্রদানের পাশাপাশি প্রশিক্ষণ দিয়ে চাকরির উপযুক্ত করে তোলা হবে।
Skill india প্রকল্পের সুবিধা
👉এই প্রকল্পের মাধ্যমে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা অর্জন করে পরবর্তীকালে সেই দক্ষতা কাজে লাগিয়ে চাকরির জন্য আবেদন করা যেতে পারে।
👉সম্পূর্ণ প্রশিক্ষণ গ্রহণ করার পর সরকারের পক্ষ থেকে অত্যন্ত মূল্যবান সার্টিফিকেট প্রদান করা হবে। যেকোনো চাকরিতে আবেদনের ক্ষেত্রে এই সার্টিফিকেটের গুরুত্ব অপরিসীম।
👉 প্রশিক্ষণের কোর্স চলাকালীন ছাত্র-ছাত্রীরা প্রতিমাসে স্টাইপেন্ড হিসাবে ৮০০০ টাকা পর্যন্ত পাওয়ার জন্য সক্ষম হবেন।
👉 অনলাইন এবং অফলাইন উভয়ের মাধ্যমেই এই প্রশিক্ষণ গ্রহণ সম্ভব হবে।
👉 মোট ৪০ টিরও বেশি বিষয়ের ওপর প্রশিক্ষণ দেওয়া হবে ছাত্র-ছাত্রীদের।
কারা এই পদে আবেদনের জন্য যোগ্য হবেন?
দেশের স্থায়ী বাসিন্দা রয়েছেন এমন যেকোনো ছাত্র-ছাত্রী যারা ন্যূনতম মাধ্যমিক পাস করেছেন, তারা এই প্রশিক্ষণ গ্রহণের জন্য আবেদন করতে পারবেন। তবে আবেদনকারী কে অবশ্যই আঞ্চলিক ভাষা এবং ইংরেজি ভাষায় যথোপযুক্ত দখল থাকতে হবে এবং আবেদনকারীকে সম্পূর্ণরূপে কর্মহীন হতে হবে।
কোন পদ্ধতিতে আবেদন করা যাবে?
প্রধানমন্ত্রীর উদ্যোগের শুরু হওয়া স্কিল ইন্ডিয়া (PM Skill India) ডিজিটাল কোর্সে আবেদন করার জন্য সরাসরি স্কিল ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে চলে যেতে হবে। এরপর সম্পূর্ণ অনলাইন মাধ্যমে রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি করে নিয়ে নিজের একাউন্ট লগইন করে নিতে হবে। তারপর প্রয়োজনীয় আবেদন পত্রটির সঠিক তথ্য দিয়ে সততার সঙ্গে পূরণ করে জমা করে দিতে হবে।
এক্ষেত্র বলে রাখি, এই কোর্সের জন্য এক টাকাও মূল্য নেওয়া হবে না আবেদনকারীর থেকে। উপরন্তু প্রশিক্ষণ গ্রহণের সময় প্রতিমাসে ৮০০০ টাকা করে স্টাইপেন পাওয়ার সুবিধা মিলবে আবেদনকারীর। তাই দেশের যে সমস্ত মানুষেরা বর্তমানে কর্মহীন রয়েছেন তারা এই প্রশিক্ষণের জন্য আবেদন করে ফেলতেই পারেন।