WB Forest Guard Recruitment 2025: পশ্চিমবঙ্গে বন দফতরে কর্মী নিয়োগ! আবেদন শুরু হবে খুব শীঘ্রই।

WB Forest Guard Recruitment 2025: গত সাত বছর পর পশ্চিমবঙ্গ সরকার আবার ফরেস্ট গার্ডের নতুন করে শূন্যপদ পূরণ করতে চলেছে। ১৬০০ এর বেশি শূন্যপদে নোটিফিকেশন বের হতে চলেছে খুব শীঘ্রই। ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে বিজ্ঞপ্তিটি বের হতে চলেছে। তোমরা যারা চাকরি প্রার্থী সর্বনিম্ন যোগ্যতায় এই ফরেস্ট গার্ড পদের জন্য় আবেদন জানাতে পারবে।

ফরেস্ট গার্ড নিয়োগের শিক্ষাগত যোগ্য়তা, বয়সসীমা, মাসে বেতন, কেমনভাবে তোমরা আবেদন করবে, নিয়োগ প্রক্রিয়াই বা কিরকম হবে সব নিয়েই বিস্তারিত আলোচনা করব এই প্রতিবেদনটিতে। শেষ পর্যন্ত পড়ো প্রতিবেদনটি।

নিয়োগকারী সংস্থা: ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডিপার্টমেন্ট।

পদের নাম (WB Forest Guard Recruitment 2025)

ফরেস্ট গার্ড।

শূন্যপদ

এখনো নোটিফিকেশন প্রকাশিত হয় নি।

শিক্ষাগত যোগ্যতা

দশম শ্রেণি পাশ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেণ্ডারি এডুকেশন থেকে।

Read More: RRC উত্তর রেলওয়েতে গ্রুপ ‘ডি’ নিয়োগ! মাধ্যমিক পাশে আবেদন করুন।

বেতন পরিকাঠামো

শুরুতে বেতন হবে ১৮,৮০০ টাকা। সঙ্গে DA, HRA, Medical Allowance সব মিলবে।

বয়সসীমা

প্রার্থীর সর্বনিম্ন বয়স ১৮ বছর এবং সর্বোচ্চ বয়স ২৭ বছর হতে হবে।

আবেদন ফি

পরে জানানো হবে।

আবেদন প্রণালী (WB Forest Guard Recruitment 2025)

  • ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের ওয়েবসাইটে যেতে হবে।
  • হোম পেজে অফিসিয়াল নোটিফিকেশনটি দেওয়া থাকবে ভালো করে পড়ে নেবে।
  • শিক্ষাগত যোগ্যতা চেক করে নেবেন। আপনি যোগ্য হলে আবেদন করবে।
  • আবেদন ফর্মে সম্পূর্ণ তথ্য় দেবে।
  • আবেদন ফি প্রদান করবে।
  • আবেদনপত্র সাবমিট করার আগে সবকিছু দেখে নেবে।
  • একটা প্রিন্ট আউট নিয়ে নেবে।

নিয়োগ পদ্ধতি

  1. লিখিত পরীক্ষা।
  2. PET & PST
  3. পার্সোনালিটি টেস্ট।

গুরুত্বপূর্ণ তারিখ

  • আবেদন শুরুর তারিখ: August 2025
  • শেষ তারিখ: September 2025

প্রয়োজনীয় লিঙ্ক

WB Forest Guard Recruitment 2025: Click Here

Leave a Comment