বন্ধ হচ্ছে ভোডাফোন! মহাবিপদে এয়ারটেল! বড় ঘোষণা সুপ্রিম কোর্টের, সিম থাকলেই দেখুন

সুপ্রিম কোর্টের নির্দেশে এবার খুব শীঘ্রই বন্ধ হতে পারে ভোডাফোন আইডিয়ার কোম্পানি। বিপদের মুখে এয়ারটেলও। কী এমন হলো যে বাজারে খারাপ অবস্থা তৈরি হল এই টেলিকম কোম্পানিগুলির? সুপ্রিম কোর্টের পক্ষ থেকে কোন নির্দেশ দেওয়া হয়েছে?

এই সমস্ত কিছু জানার জন্য অবশ্যই আজকের প্রতিবেদনটি গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনি যদি ভোডাফোন আইডিয়া বা এয়ারটেলের সিম ব্যবহার করে থাকেন তাহলে এই প্রতিবেদনটি অবশ্যই পড়ে নেবেন।

ভারতের বিভিন্ন টেলিকম সংস্থাগুলির মধ্যে অন্যতম হলো এয়ারটেল এবং তারপরেই তার নাম আসে তা হল ভোডাফোন আইডিয়া। ভারতের মধ্যে বহু বছর ধরে এই কোম্পানিগুলি টেলিকম বিভাগে রাজ করে আসছে। যার ফলে এই কোম্পানিগুলির গ্রাহকের সংখ্যাও প্রচুর। তবে এবার হঠাৎ করেই সংকটের মুখে এই সমস্ত কোম্পানিগুলি।

কোন কারণে বাজারে খারাপ অবস্থা হল টেলিকম কোম্পানিগুলির?

কেন্দ্রীয় সরকারের প্রকাশিত তথ্য অনুযায়ী এয়ারটেল ভোডাফোন এবং টাটার টেলিকম কোম্পানিগুলির AGR বর্তমানে বকেয়া রয়েছে। যার কারনে যত শীঘ্রই সম্ভব এই টাকা মিটিয়ে দেওয়ার জন্য কেন্দ্রের পক্ষ থেকে দাবি করা হয়েছে। প্রকাশিত তথ্য অনুযায়ী দেখা যাচ্ছে যে এই তিন কোম্পানির এডজাস্ট গ্রস রেভিনিউ বা এক কথায় AGR রয়েছে প্রায় ১.৪৭ লক্ষ্য কোটি টাকা।

এই টাকা কেন্দ্রীয় সরকারের কাছে জমা করার প্রতিশ্রুতিবদ্ধ ছিল এই কোম্পানিগুলি তবে তারপরেও এই টাকা জমা পড়েনি বলেই দাবি কেন্দ্রীয় সরকারের। যার কারণ হিসাবে টেলিকম কোম্পানিগুলি জানিয়েছে যে কেন্দ্রের হিসাবে গরমিল রয়েছে। এই গরমিল সংশোধনের প্রচেষ্টাতেই টেলিকমিউনিকেশন কোম্পানিগুলি সরাসরি নিজেদের আর্জি পেশ করেছিলেন সুপ্রিম কোর্টে।

সুপ্রিম কোর্টের পক্ষ থেকে কী নির্দেশ দেওয়া হয়েছে?

সম্প্রতি প্রধান বিচারপতি সহ তিন বিচারপতির বেঞ্চ বসেছিল সুপ্রিম কোর্টে। কোর্টের পক্ষ থেকে সরাসরি জানিয়ে দেওয়া হয়েছে যে কেন্দ্রের গণনায় কোনরকম ভুল হয়নি। তাই যত শীঘ্রই সম্ভব কেন্দ্রের কাছে এই বকেয়া টাকা পৌঁছে দিতে হবে টেলিকম কোম্পানিগুলিকে। সুপ্রিম কোর্টের পক্ষ থেকে মোট ১০টি কিস্তিতে এই বকেয়া টাকা মিটিয়ে দেওয়ার কথা বলা হয়েছে।

এই বিষয়ে জানাজায় যে ভোডাফোন আইডিয়া কোম্পানির AGR রয়েছে প্রায় ৭০,৩২০ কোটি টাকা। বাস্তবিকভাবে এত টাকা কেন্দ্রীয় সরকারকে শোধ করতে গেলে পথে বসবে ভোডাফোন আইডিয়া কোম্পানি।

এই বিষয়ে বিচার করেই সম্প্রতি সময়ে দ্রুত হারে কমে গিয়েছে, ভোডাফোন আইডিয়া কোম্পানির শেয়ার মার্কেট। যার কারনে এত বিশাল পরিমাণ টাকার অংক এই কোম্পানির মাথার উপরে বজ্রের মতই নেমে এসেছে।

Leave a Comment